আজকের আলোচিত ছবি: ২৩ জানুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মিসেস মারি মাসদুপুই। ছবি: ইয়াসিন কবির জয়
-
নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সৌদি আরবের ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান সেদেশের রাষ্ট্রদূত মি. ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান। ছবি: ইয়াসিন কবির জয়
-
স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সালাহ উদ্দিন
-
আজ দুপুরে সচিবালয়ে নিজ দফতরে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের বলেন, পাঠ্যবইয়ে আলোচিত শরীফার গল্প নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে, কোনো বিভ্রান্তি থাকলে পরিবর্তন হবে। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ভারতে অন-অ্যারাইভাল ভিসা পাওয়ার ক্ষেত্রে ভালো সংবাদ পাওয়া যাবে। ছবি: মাসুদ রানা
-
আসন্ন বিশ্ব ইজতেমায় যাতায়াতের সুবিধার্থে ১৭টি স্পেশাল ট্রেন চালুর পাসাপাশি মুসল্লিদের সেবায় বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। বেলা সাড়ে ১১টায় রেলভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. কামরুল আহসান এসব উদ্যোগের কথা তুলে ধরেন। ছবি: বিপ্লব দীক্ষিত
-
আজ চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসের আদ্রতা ৯৬ শতাংশ। একইসঙ্গে শুরু হয়েছে মাঝারি শৈত্যপ্রবাহ। হাড় কাঁপানো শীত ও উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনপদ, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। ছবি: হুসাইন মালিক
-
কুষ্টিয়ায় বইছে শৈত্যপ্রবাহ। আজ সকাল ৭টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস। এ পরিস্থিতিতে জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। ছবি: আল-মামুন সাগর
-
আজ সকাল ৭টায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আলুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চিনিবোঝাই পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। ছবি: মঞ্জুরুল ইসলাম
-
খুলনার তাপমাত্রা নেমেছে ৯ দশমিক ৪ ডিগ্রিতে। কনকনে ঠান্ডার কারণে শিশু ও বৃদ্ধসহ সবার অবস্থা নাজেহাল। সবচেয়ে বেশি নাকাল হতে হচ্ছে স্কুলগামী শিশু শিক্ষার্থীদের। এ অবস্থায় তাপমাত্রা ১০ এর নিচে চলে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে খুলনার সকল প্রাইমারি স্কুল। ছবি: আলমগীর হান্নান
-
কুড়িগ্রামে মাঘের হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড শীতে বাইরে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া মানুষ খুব একটা বাইরে বের হচ্ছে না। সন্ধ্যা হলেই ঘরে ফিরছে মানুষ। শীতার্ত মানুষ শীত নিবারণে খড়কুটো জ্বালিয়ে তাপ নেওয়ার চেষ্টা করছে। ছবি: ফজলুল করিম ফারাজী
-
ইতালির ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি ফুটবলার গিগি রিভা মারা গেছেন। ছবি: সংগৃহীত