আজকের আলোচিত ছবি: ২০ জানুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর উত্তরায় ডিএমটিসিএ’র প্রশাসনিক ভবনে ‘বঙ্গবন্ধু কর্ণার’ উদ্ধোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: পিআইডি
-
মৌলভীবাজারের শ্রীমঙ্গল জেলা পরিষদ মিলনায়তনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী মো: আব্দুস শহীদ। ছবি: পিআইডি
-
রপ্তানি বহুমুখী করে বাণিজ্য বাড়াতে চান বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজধানীতে লক্কড়-ঝক্কড় বাস উচ্ছেদ করে সরকারি ব্যবস্থাপনায় একটি কোম্পানির অধীনে নতুন করে পাঁচ হাজার উন্নতমানের বাস নামানোর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ছবি: নাহিদ সাব্বির
-
মিরপুর ১ নাম্বারের শাহ আলী বাজারে অভিযান শুরু করেছে খাদ্য অধিদপ্তরের তদারকি টিম। ছবি: সাইফুল হক মিঠু
-
পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) চলছে আন্তর্জাতিক বাণিজ্যমেলার শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
হঠাৎ দাম বেড়ে যাওয়ায় রাজধানীতে চালের বাজারে অভিযান চালাচ্ছে খাদ্য মন্ত্রণালয়। আজ উত্তর বাড্ডা এলাকায় চালানো অভিযানে নেতৃত্ব দেন খাদ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ড. জয়নাল আবেদিন। ছবি: মাহবুব আলম
-
আজ সকালে বান্দরবানের রুমায় পর্যটকবাহী গাড়ি পাহাড়ের খাদে পড়ে দুইজন নিহত ও আটজন আহত হয়েছেন। ছবি: নয়ন চক্রবর্তী
-
২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ঢাকায় এসেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ছবি: সংগৃহীত
-
ইউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর তথ্যমতে, ২০২৩ সালে চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছে পাকিস্তান। মূল্যস্ফীতি, বেকারত্ব, খাদ্যের অভাব, দারিদ্রতা ছিল দেশটির অন্যতম সমস্যা। ছবি: সংগৃহীত
-
সানিয়া মির্জার সঙ্গে ছাড়াছাড়ির গুঞ্জনের মধ্যেই পাকিস্তানি অভিনেত্রী সানা জাবেদকে বিয়ে করেছেন ক্রিকেটার শোয়েব মালিক। ছবি: শোয়েব মালিকের ফেসবুক আইডি