আজকের আলোচিত ছবি: ১৯ জানুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি যে বক্তব্য দিয়েছে তা নিয়ে কোনো অস্বস্তিতে নেই সরকার। ছবি: সালাহ উদ্দিন জসীম
-
আজ খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বাজার তদারকির অভিযান পরিচালনা করা হয়েছে। ছবি: পিআইডি
-
রাজধানীর সবুজবাগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। ছবি: পিআইডি
-
সপ্তাহ শেষেও বাজারে স্বস্তি ফেরেনি। চাল-ডিম-মুরগি-মাংসসহ বেড়েছে সব পণ্যের দাম। ছবি: নাজমুল হোসাইন বাপ্পি
-
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি: পিআইডি
-
প্রয়াত জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রার জন্য অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: বিপ্লব দীক্ষিত
-
বাংলা একাডেমি প্রাঙ্গণের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানে জোরেশোরে চলছে বইমেলার প্রস্তুতি। ছবি: রায়হান আহমেদ
-
ঘন কুয়াশার কারণে আজ ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের প্রায় ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। সকাল সাড়ে ৯ টার পর থেকে মহাসড়কের কিছু কিছু অংশে যানজট কমতে শুরু করে। ছবি: আরিফুর রহমান টগর
-
চট্টগ্রামের চকবাজারে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ছবি: পিআইডি
-
সংসদ সদস্য নির্বাচিত হয়েই নিজ শহরের পরিত্যক্ত খোয়াই নদী পরিষ্কারে নেমেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: সৈয়দ এখলাছুর রহমান খোকন
-
কুড়িগ্রামের বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতে জবুথবু পরিস্থিতিতে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। গরম কাপড় কেনার সামর্থ না থাকায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। আজ এ জেলার তাপমাত্রা ১০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ছবি: ফজলুল করিম ফারাজী
-
বিপিএলের উদ্বোধনী দিনেই মিরপুরের গ্যালারিতে দর্শকের ঢল। ছবি: হোসাইন ইমাম সোহেল