আজকের আলোচিত ছবি: ১৮ জানুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। ছবি: ইয়াসিন কবির জয়
-
বাংলাদেশের অর্থনীতিতে সংস্কার খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই শেখ। সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। ছবি: সাইদ শিপন
-
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ৭ ফেব্রুয়ারি ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানিয়েছেন। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
২০ জানুয়ারি থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল রুটে সকাল থেকে রাত পর্যন্ত চলবে মেট্রোরেল। ছবি: জাগো নিউজ
-
আজ সচিবালয়ে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, দেশে একসঙ্গে ৬৪৮ জন সংসদ সদস্য রয়েছে বলে যে বিতর্ক উঠেছে, তা ঠিক নয়। রাজনৈতিক কারণে সারাদেশে একটি বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এ বক্তব্য দেওয়া হচ্ছে। ছবি: মাসুদ রানা
-
নাশকতার অভিযোগে করা আরও চার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত। ছবি: জাহাঙ্গীর আলম
-
কুয়াশাচ্ছন্ন রাজধানীর সকাল বেলা। ছবি: মাহবুব আলম
-
আজ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট এলাকায় ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে ইজতেমা। ছবি: শামীম সরকার শাহীন
-
১০ দিন সূর্যের দেখা নেই লালমনিরহাটে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র ঠান্ডায় জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। গরম কাপড় না থাকায় ছিন্নমূল মানুষ পড়েছে বিপাকে। ছবি: রবিউল হাসান
-
চাঁদপুরের কচুয়ার দারাশাহী-তুলপাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলামকে লাঞ্ছিতের অভিযোগে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। ছবি: শরীফুল ইসলাম
-
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শীতজনিত রোগে গত ৬ দিনে চিকিৎসাধীন পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে চিকিৎসা নিয়েছে ১৮৩ শিশু। ছবি: শাওন খান