আজকের আলোচিত ছবি: ১৭ জানুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে আজ গণভবনে বিটিএমএ, বেবিচক, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ছাত্রনেতারা ফুল দিয়ে অভিনন্দন জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
আজ সকালে গণভবনে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং সৌজন্য সাক্ষাৎ করতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এডিবি’র প্রেসিডেন্টের অভিনন্দনপত্র তুলে দেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ভবিষ্যতে একসঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে একযোগে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
আজ সকালে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কারও বিরুদ্ধে ঘুস-দুর্নীতিতে জড়ানোর অভিযোগ পেলে সংশোধনের কোনো সুযোগ দেওয়া হবে না। কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ছবি: হাসান আদিব
-
রমজানকে সামনে রেখে চাল ডালের মতো প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাছ, মাংস ও ডিম ন্যায্যমূল্যে বিক্রি হবে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের কাছে নোঙর করা ফেরি রজনীগন্ধাকে বাল্কহেড ধাক্কা দেওয়ায় দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান তিনি। ছবি: মাসুদ রানা
-
সকাল ৮টায় গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় তুরাগ কমিউটার ট্রেন থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন করে পাল্টানোর সময় ইঞ্জিনটি লাইনচ্যুত হয়েছে। ছবি: আমিনুল ইসলাম
-
চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা। এতে শিশু ও মধ্যবয়সী নারীরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া-নিউমোনিয়া ও ভাইরাস জনিত জ্বরে। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতালে বেড না পেয়ে রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে মেঝেতে। ছবি: সোহান মাহমুদ
-
রংপুরে চিকন বেগুন ৩০-৩৫ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়, মাঝারি এবং গোলবেগুনের দাম বেড়ে হয়েছে ৮০ টাকা। ছবি: জিতু কবীর
-
২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন খ্যাতিমান ক্রিকেটার বিরাট কোহলি ও তার স্ত্রী জনপ্রিয় বলিউড অভিনেত্রী অনুশকা শর্মা। ছবি: সংগৃহীত