আজকের আলোচিত ছবি: ১৫ জানুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। আজ সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পুষ্পস্তবক অর্পণের পর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। ছবি: বাসস
-
পঞ্চমবারের মতো সরকার প্রধান হিসেবে শপথ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে সশস্ত্র বাহিনী বিভাগে তার নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবস পালন করেছেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
মন্ত্রীপরিষদ সভার শুরুতে মন্ত্রীদের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ফুল দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান। ছবি: পিআইডি
-
নবনিযুক্ত সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সচিবালয়ে তার অফিসকক্ষে মন্ত্রণালয়ের সচিব ও অধীন দপ্তর প্রধানগণ সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
-
আজ দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় ভারত আমাদের পাশে ছিল এবং আছে। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
যুক্তরাজ্যের বাজারে প্রথমবারের মতো গৃহনির্মাণ সামগ্রীর অন্যতম উপকরণ পিভিসি ফিটিংস রফতানি শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। ছবি: জাগো নিউজ
-
রাজধানীতে চলা অনেক গণপরিবহনে জানালার কাঁচ ভাঙা। এতে তীব্র শীতে দুর্ভোগে পড়ছেন গণপরিবহনে উঠা মানুষরা। ছবি: মাহবুব আলম
-
আজ সকাল সাড়ে ৯টায় ভোলার মনপুরা উপজেলার ঈশ্বরগঞ্জ গ্রামের পূর্ব দিকের মেঘনা নদী সংলগ্ন এলাকা থেকে ৫৫ কেজি ওজনের একটি বিশাল আকারের বিরল প্রজাতির কাছিম উদ্ধার করেছে বন বিভাগ। ছবি: জুয়েল সাহা বিকাশ
-
চট্টগ্রামের মিরসরাইয়ে ভাঙ্গারি ব্যবসা জনপ্রিয় হয়ে উঠেছে। এ ব্যবসায় স্বাবলম্বী হয়েছে অনেক বেকার যুবক। ছবি: এম মাঈন উদ্দিন
-
আজ দুপুর ১২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় গীতিকার ও কবি জাহিদুল হক। ছবি: সংগৃহীত
-
আজ সকালে গাজা সিটির উত্তরাঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। ছবি: সংগৃহীত