আজকের আলোচিত ছবি: ১৩ জানুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
টানা চতুর্থবার সরকার গঠনের পর ১৩ জানুয়ারি গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়ার বাড়িতে নবগঠিত মন্ত্রিসভার অনানুষ্ঠানিক প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়াসিন কবির জয়
-
বাংলাদেশ সরকারের নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ। ছবি: জাগো নিউজ
-
১৩ জানয়ারি সকাল ৯টায় নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। মানুষ আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। প্রচণ্ড শীতে কাজে বের হতে গিয়ে বেকায়দায় পড়ছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ। দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ছবি: জাগো নিউজ
-
আজ দুপুরে শরীয়তপুরের নড়িয়া পৌরসভার ব্যাংক কর্মকর্তা নুরুজ্জামান বেপারীর মেয়ে ডা. নীলিমা আফরিন নওমীকে হেলিকপ্টারে করে শ্বশুরবাড়ি পাঠালেন। ছবি: বিধান মজুমদার অনি
-
ছয়দিন ধরে সূর্যের দেখা মিলছে না গাইবান্ধায়। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ১৩ জানুয়ারি সকাল ৯টায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। যা এ জেলায় এবার মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। ছবি: শামীম সরকার শাহীন
-
১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড়ের কারণে মিশিগান ও উইসকনসিন অঙ্গরাজ্যের আড়াই লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বাতিল ও বিলম্বিত হয়েছে হাজার হাজার ফ্লাইট। ছবি: সংগৃহীত
-
১২ জানুয়ারি নেপালে একটি যাত্রীবাহী বাস সেতুর ওপর থেকে নদীতে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৩ জন। ছবি: সংগৃহীত