আজকের আলোচিত ছবি: ১১ জানুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নতুন সরকারের শপথ নিতে বঙ্গভবনে এসেছেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো গাড়িতে করে তারা শপথ নিতে আসেন। আজ বিকেল সাড়ে ৫টা থেকে বঙ্গভবনে প্রবেশ করতে শুরু করেন তারা। ছবি: দিপ্লব দিক্ষিৎ
-
দীর্ঘ ১০ বছর দায়িত্ব পালনের পর মন্ত্রণালয় থেকে বিদায় নিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর গোপীবাগে ৫ জানুয়ারি ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুন দেওয়ার পর ট্রেনটির চলাচল বন্ধ ছিল। পাঁচদিন পর ১৪১ জন যাত্রী নিয়ে আবারও ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বেনাপোল এক্সপ্রেস। এরমধ্যে ঢাকার যাত্রী রয়েছেন ৫৫ জন। ছবি: জামাল হোসেন
-
আজ সকাল ৬টায় বাগেরহাটের মোরেলগঞ্জের জিউধরা বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোতে কাপড়, প্লাস্টিকসহ মুদি পণ্যসামগ্রী বেচাকেনা হতো। ছবি: জাগো নিউজ
-
সুনামগঞ্জ শহরের ফুটপাতের অস্থায়ী দোকান থেকে শুরু করে বিভিন্ন বিপণীবিতান ও বাণিজ্য মেলায় শীতের কাপড়ের বেচা-কেনা বেড়েছে। এই মৌসুমে শুধু শীতের কাপড় বিক্রি করে ৯ কোটি টাকা আয়ের আশা করছেন ব্যবসায়ীরা। ছবি: লিপসন আহমেদ
-
পাপুয়া নিউ গিনিতে দাঙ্গা-লুটপাটের ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এর মধ্যে আটজনের মৃত্যু হয়েছে রাজধানী পোর্ট মোরেসবিতে এবং বাকি সাতজন নিহত হয়েছে দেশটির উত্তরাঞ্চলীয় লাই শহরে। ছবি: সংগৃহীত
-
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাঠানো মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ পাওয়া ব্যক্তিদের তালিকায় পূর্ণমন্ত্রী হিসেবে রয়েছে নাজমুল হাসান পাপনের নাম। ছবি: সংগৃহীত