ছবিতে দেশের বিভিন্ন স্থানের ভোটকেন্দ্র
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে সারাদেশে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহন। ভোটারদের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় নিজের ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। ছবি: এমদাদুল হক মিলন
-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা চকদিগা দাখিল মাদরাসার ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। ছবি: এসকে রাসেল
-
নারী ভোটারে মুখরিত বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন ২১ নম্বর বাটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র। ছবি: শাওন খান
-
নারায়ণগঞ্জের রুপসি নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেন, আমার লোকজনের ওপর হামলা করা হচ্ছে। কঠিন অবস্থার মধ্য দিয়ে নির্বাচন করতে হচ্ছে। নির্বাচনের কোনো পরিবেশ নেই। ছবি: মোবাশ্বির শ্রাবণ
-
নিজ কেন্দ্রের প্রথম ভোটটি দিলেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান। সকাল ৮টায় দরিমাগুরা প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। এ সময় তার বাবা মাশরুর রেজা কুটিল ও ছোট বোন বৃষ্টি তার সঙ্গে উপস্থিত ছিলেন। ছবি: মিলন রহমান
-
চুনারুঘাটের হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ৮টায় মাকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ছবি: সৈয়দ এখলাছুর রহমান খোকন
-
রোববার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৯ টার দিকে খুলনা মহানগরীর সুন্দরবন কলেজ কেন্দ্রে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের কাঁধে চড়ে ভোট দিয়েছেন চলনশক্তিহীন বেলাল হোসেন (৬০) নামের এক ভোটার। ছবি: আলমগীর হান্নান
-
বাগেরহাট-৩ আসনের মোংলা উপজেলায় চালনা বন্দর ফাজিল মাদরাসা কেন্দ্রে এজেন্টদের আসতে দেরি হওয়ায় ভোটগ্রহনে বিলম্ব। অপেক্ষায় ছিলেন ভোটাররা। ছবি: আবু হোসাইন সুমন
-
সুনামগঞ্জে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, নির্বাচন শতভাগ সুষ্ঠু হবে। সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছি মানুষ উন্নয়নের স্বার্থে ভোটকেন্দ্র আসছে। পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে। ছবি: লিপসন আহমেদ
-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি: রেজাউল করিম রেজা
-
জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ভুঞাপুরে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন ভারতের পর্যবেক্ষক দলের প্রধান ধর্মেন্দ্র শর্মা। ছবি: আরিফ উর রহমান টগর
-
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দুটি বুথে সোয়া এক ঘণ্টায় একটি ভোটও পড়েনি। এ দুইটি বুথে ৫০৬ জন ভোটার রয়েছে। ছবি: আরিফ উর রহমান টগর
-
মুন্সিগঞ্জ-৩ আসনে সদরের মিরকাদিম পৌরসভার টেঙ্গর এলাকায় ভোটকেন্দ্রের সামনে প্রতিপক্ষের হামলায় জিল্লুর রহমান (৪০) নামে এক নৌকা সমর্থক নিহত হয়েছেন। ছবি: আরাফাত রায়হান সাকিব
-
রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে বগুড়া শহরের ধাওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ছবি: জাগো নিউজ
-
হবিগঞ্জ-২ আসনে বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে জাল ভোট দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বাঁধা দিলে তাদের সঙ্গে হাতাহাতি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তখন ছবি তুলতে চাইলে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন। ছবি: সৈয়দ এখলাছুর রহমান খোকন
-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের বায়েজিদ উল্লাহ নামের এক সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। তিনি কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি এম ইউ কামিল মাদরাসার শিক্ষক। ছবি: আব্দুর রহমান আরমান
-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৪ আসনের বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। পুরুষের পাশাপাশি নতুন ভোটাররাও ভোট দিতে কেন্দ্রে ভিড় করছেন। ছবি: রাশেদুল ইসলাম রাজু
-
রোববার (৭ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে কুমিল্লা দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের বনকৈট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নাতির কোলে চড়ে ভোট দিলেন বৃদ্ধা অফুলা বেগম (৯১)। ছবি: জাহিদ পাটোয়ারী
-
রোববার (৭ জানুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে লালমনিরহাটের পাটগ্রামে তিনটি ভোটকেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। ছবি: রবিউল হাসান
-
পটুয়াখালী দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৩৪ নম্বর পশ্চিম ঝাটারা সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বেলা ১১টায় লাঙ্গল প্রতীকে জাল ভোট দেওয়ার সময় দুই কিশোরকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ছবি: আব্দুস সালাম আরিফ