রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রের চিত্র
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট গ্রহণ শুরু হয়েছে। একজন প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
-
সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজ সেন্টারে ভোট দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ছবি: জাগো নিউজ
-
সিইসি বলেন, আমার কাজ ভোট আয়োজন করা, কেউ ভোট দিতে আসবে কি আসবে না, সহিংসতা পরিস্থিতি কি হবে, জানি না। সহিংসতা বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনী দেখবে। ছবি: জাগো নিউজ
-
৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে দাবি জাহাঙ্গীর কবির নানকের। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
বাড্ডা আলাতুন্নেসা হাই স্কুল কেন্দ্রে রয়েছে কিছু নতুন ভোটারের উপস্থিতি। ছবি: মাহবুব আলম
-
ভোটকেন্দ্রের নিরাপত্তায় সর্তক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি: মাহবুব আলম।
-
রাজধানীর মোহাম্মদপুরে ভোটারদের কেন্দ্রে নিতে চলছে ‘বিনামূল্যে রিকশা সার্ভিস’। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
বাড্ডাতেও ভোটারদের কেন্দ্রে নিতে চলছে ‘বিনামূল্যে রিকশা সার্ভিস’। ছবি: মাহবুব আলম
-
বাড্ডা হাই স্কুলের কেন্দ্রে হাসিমুখে ভোট দিচ্ছেন জনসাধারণরা। ছবি: মাহবুব আলম
-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে নৌকার সমর্থকদের উপস্থিতি চোখের পড়ার মতো। ছবি: মাহবুব আলম
-
ঢাকা- ৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম সকাল ৯টায় আবুজর গিফারী কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এসময় কেন্দ্রের বাইরে তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন। ছবি: মাহবুব আলম
-
দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। এরই মধ্যে তিনি কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে তার সঙ্গে দেখা হয় ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। ছবি: জাগো নিউজ