মেয়েকে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এ নির্বাচনে অংশ নিয়েছে ৩০টি রাজনৈতিক দল।
-
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন। এরপরই হাতে অমোচনীয় কালি লাগান তিনি। ছবি: টিভি ফুটেজ থেকে নেওয়া
-
প্রধানমন্ত্রীর সঙ্গে ভোট দেন তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। এসময় সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান। ছবি: টিভি ফুটেজ থেকে নেওয়া
-
রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: টিভি ফুটেজ থেকে নেওয়া
-
ভোট দেওয়ার পর জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারছি সে জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের সামনে আরও কাজ আছে। নৌকা মার্কার জয় হবে। আবার আমরা সরকার গঠন করে দেশের উন্নতি করতে পারবো। ছবি: টিভি ফুটেজ থেকে নেওয়া