আজকের আলোচিত ছবি: ৫ জানুয়ারি ২০২৪
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মুসলিম দেশগুলোর সংগঠন ইসলামি সহযোগিতা সংস্থার নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করছে নির্বাচন কমিশন। আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নাশকতাকারীদের পরিকল্পনা আইনশৃঙ্খলা বাহিনী জেনে গেছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ রাজধানীর একটি স্কুলে আয়োজিত জাতীয় নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর আগে শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি। টানা তিনদিন ছুটি পেয়ে গ্রামের পথে ছুটছে রাজধানীবাসী। শুক্রবার সকালে রাজধানীর বাড্ডা থেকে এ ছবি তোলা হয়েছে। ছবি: মাহবুব আলম
-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। ছবি রাজধানীর পল্টন ও মিন্টু রোড থেকে তোলা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ভারতের রাজধানী দিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তাপমাত্রার পতন অব্যাহত। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিল্লির তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৭-৮ ডিগ্রির কম। প্রবল শীতের পাশাপাশি, ঘন কুয়াশায় নাজেহাল দিল্লিবাসী। ছবি: সংগৃহীত