আজকের আলোচিত ছবি: ৩০ ডিসেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাত দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাসদ কার্যালয়ে কর্নেল তাহের মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাসদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। ছবি: নাজমুল হোসাইন বাপ্পি
-
সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারীকে শ্রদ্ধা জানিয়ে স্মরণসভার আয়োজন করা হয়েছে। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ স্মরণসভা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার নিঃসন্দেহে দেশের উন্নয়নের পরম্পরার গল্প বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারের অন্যতম হাতিয়ার হতে চলেছে রামমন্দির। দেশটির রাজনৈতিক মহলের মতে মেরুকরণের লক্ষ্যেই রামমন্দিরকে সামনে রেখে এখন থেকেই দেশজুড়ে প্রচারের ঝড় তুলতে চাইছে বিজেপি। আর তার রাশ স্বয়ং নিজের হাতে তুলে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সংগৃহীত