আজকের আলোচিত ছবি: ২৯ ডিসেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে বরিশালে নির্বাচনী জনসভা শেষে ব্যক্তিগত সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তিনি তার ছোট বোন শেখ রেহানাসহ পরিবারের সদস্যদের নিয়ে দোয়া ও মোনাজাত করেন। ছবি: ইয়াসিন কবীর জয়
-
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। ছবি: ইয়াসিন কবীর জয়
-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মোতায়েন করা হয়েছে। আজ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সব নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবে। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
নির্বাচনকে কেন্দ্র করে উপকূলীয় এলাকায় মোতায়েন করা হয়েছে কোস্টগার্ড। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে তারা। আজ বিকেলে কোস্টগার্ড সদরদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
গাজায় স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। হামাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে এখন পর্যন্ত ১৬৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আজও উত্তর গাজায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত