আজকের আলোচিত ছবি: ২৭ ডিসেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটি টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে পারলে যেসব বিষয়কে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চায় তারই অঙ্গীকার ব্যক্ত হয়েছে ইশতেহারে। আজ দলটির সভাপতি শেখ হাসিনা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ ইশতেহার ঘোষণা করেন। তিনি বলেন, অতীতের ধারাবাহিকতায় এবারও আমরা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে একটি বাস্তবায়নযোগ্য নির্বাচনী ইশতেহার তৈরি করেছি। আওয়ামী লীগের এই নির্বাচনী ইশতেহার পুস্তিকা আকারে প্রকাশ করা হয়েছে।
-
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ দুপুরে নির্বাচন বর্জনের পক্ষে গণসংযোগপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন এ ঘোষণা দেন। তিনি বলেন, অবৈধ সরকার তাদের গোলাম নির্বাচন কমিশনের মাধ্যমে আগামী ৭ জানুয়ারির নির্বাচন করার পাঁয়তারা করছে। দেশের মানুষ এই প্রহসনের নির্বাচন মানে না। পীর সাহেব চরমোনাই ঘোষণা দিয়েছেন ৭ তারিখের নির্বাচনে দেশবাসী অংশগ্রহণ করবে না। আমরাও সেই নির্দেশনা মোতাবেক ভোট দিতে যাবো না।
-
২০২৪ সালের ১ থেকে ৭ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারাদেশের সব (অধস্তন) আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। আজ সুপ্রিম কোর্ট বার ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন সংগঠনের মহাসচিব ও বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। সরকারের পদত্যাগের দাবির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করবেন বলে জানান তিনি।
-
কুড়িগ্রামে পরিবেশবান্ধব কাগজের তৈরি কলম বানিয়ে আত্মকর্মসংস্থানের স্বপ্ন বুনছেন শারীরিক প্রতিবন্ধী হাসানুর রহমান। এসব কলম বিক্রি করে নিজের পড়ালেখার খরচ মেটানোর পাশাপাশি সংসারের বাড়তি উপার্জনও করছেন তিনি। হাসানুর রহমান ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের হাসেন আলীর ছেলে। ফুলবাড়ী ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র হাসানুর। শারীরিক প্রতিবন্ধী হয়েও সমাজের বোঝা না হয়ে পড়াশোনার পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টি করে এলাকায় সুনাম কুড়িয়েছেন তিনি।
-
ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে খণ্ডকালীন নেতৃত্বেই শান্ত যা করে দেখালেন, ভবিষ্যতের অধিনায়ক বাছতে বোধ হয় দ্বিতীয়বার ভাবতে হবে না বিসিবিকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই ‘প্রথম’-এর জন্ম দিয়েছেন শান্ত। তার হাত ধরে টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ইতিহাস গড়েছে টাইগাররা। গত মাসে (নভেম্বর) ঘরের মাঠে শান্তর নেতৃত্বে কিউইদের বিপক্ষে টেস্ট জয় পায় বাংলাদেশ। এরপর নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ম্যাচেও জয় নিশ্চিত করে বাংলাদেশ। সেই জয়ের আত্মবিশ্বাস তারা টেনে এনেছে টি-টোয়েন্টিতেও। আজ কিউইদের মাটিতে টি-টোয়েন্টি জিতেছে বাংলাদেশ।