আজকের আলোচিত ছবি: ২৬ ডিসেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রংপুরের মিঠাপুকুরে নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রংপুরের পীরগঞ্জের ফতেহপুরে তার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী প্রয়াত এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
বিএনপির বর্তমান রাজনীতিকে ‘সেকেলে’ দাবি করে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের এমপি প্রার্থী ঢাকা দক্ষিণের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, বিএনপির সেকেলে রাজনীতি তরুণ প্রজন্ম গ্রহণ করে না। আজ পুরান ঢাকার ওয়ারীতে নির্বাচনী গণসংযোগে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ছবি: মুসা আহমেদ
-
যশোরের শার্শায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে নৌকা ও ট্রাক প্রতীকের প্রার্থীর চার সমর্থককে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন। ছবি: জাগো নিউজ
-
অবরুদ্ধ গাজা উপত্যকার পশ্চিমাঞ্চলীয় খান ইউনিস শহরে দ্য প্যালেস্টিনিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির সদরদপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই এলাকা ফিলিস্তিনিদের জন্য নিরাপদ মনে করা হলেও ইসরায়েলি হামলার লক্ষ্য থেকে বাদ পড়েনি। ছবি: সংগৃহীত