রাজধানীতে বড়দিন উদযাপন
প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৩
আপডেট: ০৩:১২ পিএম, ১৬ এপ্রিল ২০২৪
আজ (২৫ ডিসেম্বর) খ্রিষ্টধর্মের পবিত্র বড়দিন। সকাল থেকেই খ্রিস্টধর্মের অনুসারীরা ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন।
-
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করা হচ্ছে। রাজধানীর তেজগাঁও হোলি রোজারিও চার্চে সকাল থেকেই ভিড় করছেন খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। ছবি: মাহবুব আলম
-
তারা প্রার্থনায় অংশ নেন। এ সময় বিশ্বশান্তির জন্য প্রার্থনাও করা হয়। ছবি: মাহবুব আলম
-
প্রার্থনা শেষে একে অন্যের সঙ্গে আলিঙ্গন ও হাতে চুম্বন দিয়ে কুশলবিনিময় করেন। ছবি: মাহবুব আলম
-
শিশু-কিশোররাও নতুন জামা পরিধান করে বাবা-মায়ের সঙ্গে এসেছে চার্চে। ছবি: মাহবুব আলম
-
শুধু চার্চেই নয়, রাজধানীর পাঁচতারকা হোটেল সোনারগাঁও এ সান্তা ক্লজের সঙ্গে নেচে গেয়ে শিশু-কিশোররা বড়দিন উদযাপন করছে। ছবি: মাহবুব আলম