আজকের আলোচিত ছবি: ২৪ ডিসেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. তারিকুল ইসলাম। আজ বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন। ছবি: পিআইডি
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার বিদায়ী হাইকমিশনার জেরেমি ব্রুর। আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ২০২০ সালের জানুয়ারি থেকে বাংলাদেশে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের দায়িত্ব পালন করেন জেরেমি। ছবি: পিআইডি
-
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সংবাদপত্রে শেখ হাসিনার বক্তব্য’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) বইটি প্রকাশ করেছে। ছবি: পিআইডি
-
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরও তিনদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারাদেশে অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ ও জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করবেন দলটির নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত
-
নারায়ণগঞ্জ স্টেশনে ঢাকাগামী একটি ট্রেনে বোমা বিস্ফোরণের চেষ্টাকালে তিনজনকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। আজ দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় রেলস্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। ছবি: মোবাশ্বির শ্রাবণ
-
দিনদুপুরে রাজধানীর পোস্তগোলায় রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কোনো হতাহতের খবর পায়নি ফায়ার সার্ভিস। আজ দুপুর ২টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ছবি: জাগো নিউজ