আজকের আলোচিত ছবি: ২৩ ডিসেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে বা দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে, এমন রাজনীতি করি না। আজ বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ছয় জেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এ কথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
পূর্ব বাংলা সর্বহারা পার্টির মতো গুপ্ত হত্যা শুরু করেছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার প্রার্থী জাহাঙ্গীর কবির নানক। আজ রাজধানীর শেরে বাংলা নগরের আগারগাঁও, তালতলা ও শ্যামলী এলাকায় নৌকার গণসংযোগ শুরু করার আগে গণমাধ্যমে এমন অভিযোগ করেন। ছবি: জাগো নিউজ
-
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, গণতন্ত্র আগেই নির্বাসিত হয়ে গেছে। আজ জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে ইউনাইটেড ল’ইয়ারর্স ফ্রন্টের ‘নির্বাসিত গণতন্ত্র ও বিপন্ন মানবাধিকার’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের বিভিন্ন এলাকায় আজ গণসংযোগ করেছেন মাগুরা-১ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ছবি: জাগো নিউজ
-
দুই মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা। কিন্তু তারপরও বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সবশেষ নুসিরাত শরণার্থী শিবির ও খান ইউনুসে হামলার খবর পাওয়া গেছে। ছবি: সংগৃহীত