আজকের আলোচিত ছবি: ২২ ডিসেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ যশোরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশ দেন। ছবি: জাগো নিউজ
-
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের মানুষ ভোট দেওয়ার অধিকার চায়। আজ সকালে রাজধানীর শান্তিনগর বাজার সমিতির অফিস কার্যালয়ে মতবিনিময় ও গণসংযোগে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
‘বিয়েতেও এত আনন্দ করি নাই, নির্বাচনে যত আনন্দ করছি’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আজ বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাচনী গণসংযোগে এসে তিনি একথা বলেন। ছবি: জাগো নিউজ
-
একতরফা নির্বাচন বর্জন, আওয়ামী সরকারের পদত্যাগ ও সভা-সমাবেশের উপর সংবিধান বিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ নানা দাবিতে মুখে কালো কাপড় বেঁধে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের রেল গেট এলাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
পাকিস্তানের জাতীয় নির্বাচন হবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। সেই নির্বাচনে কারাগারে বসেই তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সাবেক চেয়ারম্যান ইমরান খান। ছবি: সংগৃহীত