আজকের আলোচিত ছবি: ২১ ডিসেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের পাঁচটি জেলার নির্বাচনী ভার্চুয়াল জনসভায় অংশ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ বিকেল ৩টায় রাজধানীর তেজগাঁওস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন প্রান্ত থেকে পাঁচ জেলার নির্বাচনী ভার্চুয়াল জনসভায় ভাষণ দেন তিনি। ছবি: সংগৃহীত
-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়টি এখন পর্যন্ত নয়টি দেশ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনকে ভোটের জন্য অতিরিক্ত সমস্যা বলে মনে করছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
৪৩তম বিসিএসের নন-ক্যাডারে পদসংখ্যা বাড়িয়ে পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে টানা কর্মসূচি পালন করছেন চাকরিপ্রার্থীরা। আজ রাজধানীর আগারগাঁওয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এসময় অনেককে কাফনের কাপড় পরে অবস্থান নিতে দেখা গেছে। ছবি: জাগো নিউজ
-
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এ আহ্বান জানান। ছবি: জাগো নিউজ
-
দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরির গৌরব অর্জন করলেন বাংলাদেশের নারী ক্রিকেটার ফারজানা হক। তবে তার খেলা ১০২ রানের ইনিংসটি কোনো কাজে লাগেনি। স্বাগতিকদের অসাধারণ ব্যাটিংয়ের কাছে হেরে গেল বাংলাদেশ। বিফলে গেল ফারজানা হকের দুর্দান্ত সেঞ্চুরি। ছবি: সংগৃহীত