আজকের আলোচিত ছবি: ১৯ ডিসেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিককে (সুজন) ‘ভুয়া’ দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এরা বিএনপির দোসর।’ আজ বিকেলে রাজধানীতে আওয়ামী লীগের বিজয় র্যালি উদ্বোধন করার সময় তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে মা ও শিশুসন্তানসহ ৪ যাত্রী মারা গেছেন। আজ ভোর ৫টার দিকে ট্রেনটিতে আগুন দেয় দুর্বত্তরা। এতে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে ৪ জন মারা যান। ছবি: জাগো নিউজ
-
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হয় আওয়ামী লীগের বিজয় র্যালির কর্মসূচি। আজ দুপুর পৌনে দুইটায় বিজয় র্যালির মঞ্চে শুরু হয় দেশাত্মবোধক সংগীত। মহান বিজয় দিবস উপলক্ষে এ র্যালির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর গুলিস্তানে জিপিওর সামনে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ দুপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন নেতাকর্মীরা। আজ সকাল ৭টায় রাজধানীর শান্তিনগর থেকে রাজারবাগ অভিমুখে মিছিল করেন তারা। ছবি: জাগো নিউজ