আজকের আলোচিত ছবি: ১০ ডিসেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সব ধরনের সংঘাতের স্থায়ী সমাধান নিশ্চিতকরণ এবং নির্যাতিত ও নিপীড়িত জনগণের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন। আজ মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় ভাষণে তিনি এ আহ্বান জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
আজ রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২ দলীয় জোট আয়োজিত ‘আন্তর্জাতিক মানবাধিকার দিবস’ উপলক্ষে বাংলাদেশ মানববন্ধন করেছে। ছবি: জাগো নিউজ
-
নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। এরপর তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় হিরো আলম নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ভারত, জাপান ও ফিলিস্তিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি শাখার মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
জরাজীর্ণ কাঠের নৌকায় ইন্দোনেশিয়ায় পৌঁছেছে আরও প্রায় ৪০০ রোহিঙ্গা। তারা স্থানীয় সময় রোববার (১০ ডিসেম্বর) ভোরে দেশটির আচেহ প্রদেশে পৌঁছেছে। ওই প্রদেশের জেলে সম্প্রদায়ের প্রধান মিফতাহ কুট আদ এ তথ্য নিশ্চিত করেছেন। ছবি: সংগৃহীত