আজকের আলোচিত ছবি: ১ ডিসেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নিরাপদ সড়ক চাই (নিসচা) সংস্থাটির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। জাতীয় প্রেস ক্লাবে এ উপলক্ষে বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করেন ‘নিরাপদ সড়ক চাই’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, মির্জা ফখরুল, আমির খসরুদের সঙ্গে জেলে গিয়ে সরকার পতনের আন্দোলন করবেন নাকি নির্বাচনে যাবেন। জাতীয় প্রেসক্লাবে সন্মিলিত শ্রমিক পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সংসদ নির্বাচনে বিজয় হলে ঢাকা-৮ আসনকে স্মার্ট এলাকায় পরিণত করবেন বলে জানিয়েছেন এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব জানান বাহাউদ্দিন নাছিম। ছবি: জাগো নিউজ
-
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক আজাদীর ঢাকা ব্যুরো চিফ এম. ওয়াহিদ উল্লাহকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি।
-
পেশাগত কাজে চীনে গিয়ে নিখোঁজ হয়েছেন সাউথ চায়না মর্নিং পোস্টে কর্মরত হংকংয়ের এক সাংবাদিক। মিনি চ্যান ম্যান লি নামের ওই সাংবাদিককে চীনা কর্তৃপক্ষ আটক করেছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। ছব: সংগৃহীত