আজকের আলোচিত ছবি: ৩০ নভেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ‘৩০ নভেম্বর বিকেল ৪টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়েছে। তফসিল পুনর্নির্ধারণের কোনো সুযোগ নেই।’ আজ আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মলনে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘পিটার হাস রাষ্ট্রদূত হিসেবে তার আচরণের সীমা মেনে চলবেন বলে আশা করে সরকার।’ আজ দুপুরে ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘নির্বাচন হয় জনগণের অংশগ্রহণে। জনগণ যদি নির্বাচনে ভোট দেয় তাহলে কে নির্বাচনে এলো আর কে এলো না সেটা বড় কথা থাকে না। জনগণের যে উচ্ছ্বাস, যে আনন্দ, যে ইচ্ছা এবং প্রত্যাশা এই নির্বাচন নিয়ে, সে কারণে আমি মনে করি নির্বাচন সফল হবে।’ ছবি: আবুল হাসনাত মো. রাফি
-
তৃণমূল বিএনপির মহাসচিব তৈমূর আলম খন্দকার বলেছেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক না হলে যে জাতীয় সংকট সৃষ্টি হবে, সেই সংকটের ভুক্তভোগী হবেন প্রধানমন্ত্রী।’ আজ সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা-৮ আসনের প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল শেষে তিনি এ মন্তব্য করেন। ছবি: জাগো নিউজ
-
শতক হাঁকাতে শান্ত খেলেছেন ৯টি চারের মার। তার সেঞ্চুরির ওপর ভর করে ২০৫ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬৮ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১২ রান। শান্ত খেলছিলেন ১০৪ রান নিয়ে, অপরপ্রান্তে ৪৩ রান নিয়ে ছিলেন মুশফিকুর রহিম। ছবি: সংগৃহীত
-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম। আজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আদেশক্রমে চার বছরের জন্য তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জবির ষষ্ঠ ভিসি হিসেবে নিয়োগ পেলেন। ছবি: সংগৃহীত
-
ক্রেতাদের সর্বোচ্চ সেবা দেওয়ার লক্ষ্যে ১ ডিসেম্বর থেকে ‘সেবা মাস’ শুরু করতে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপের জনপ্রিয় রঙের ব্র্যান্ড রেইনবো। আজ রাজধানীর একটি রেস্তোরাঁয় ‘সেবা মাস-২০২৩’ উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল। ছবি: জাগো নিউজ