আজকের আলোচিত ছবি: ২৯ নভেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় এসেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এলে নেতাকর্মীরা আইনমন্ত্রীকে স্বাগত জানান। ছবি: জাগো নিউজ
-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মনোনয়ন ফরম দাখিল করেছেন। আজ বিকেল সাড়ে ৩টায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এ মনোনয়ন ফরম জমা দেন তার স্ত্রী শেরিফা কাদের। ছবি: জাগো নিউজ
-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। আজ দুপুরে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। ছবি: জাগো নিউজ
-
বিএনপি না এলেও নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আজ দোহার ও নবাবগঞ্জে আলাদাভাবে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমাদ আল সাবাহকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় জরুরি ভিত্তিতে তাকে হাসপাতালে নেওয়া হয়। ছবি: সংগৃহীত