আজকের আলোচিত ছবি: ২৭ নভেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষায় একটি বোর্ড গঠনের বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন, ২০২৩’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ছবি: সংগৃহীত
-
আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নায়ক ফেরদৌস। তাই আজ রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি। ছবি: সংগৃহীত
-
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, বিএনপি নির্বাচনে আসুক আর না আসুক সেনাবাহিনী স্টাইকিং ফোর্স হিসেবে কাজ করেছে। আজ বগুড়ার বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোর্টে মিছিল সমাবেশ করেছে বিএনপি, জামায়াতপন্থি ও সরকারবিরোধী আইনজীবীরা। আজ সুপ্রিম কোর্টে প্রাঙ্গনে মিছিল করেন শতাধিক আইনজীবী। ছবি: জাগো নিউজ
-
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় ভার্মন্ট অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে তিন ফিলিস্তিনি শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। স্থানীয় সময় শনিবার ওই হামলার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত