আজকের আলোচিত ছবি: ২৬ নভেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে পাসের হার কমেছে। আজ দুপুর আড়াইটার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: জাগো নিউজ
-
পোশাক শ্রমিকদের ঘোষিত খসড়া মজুরি কাঠামো পুনর্বিবেচনা করে বৃদ্ধির দাবি জানিয়েছে আন্দোলনরত সংগঠনসমূহের মোর্চা ‘মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন’। আজ জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে এ দাবি করা হয়। ছবি: জাগো নিউজ
-
নানা প্রচেষ্টা সত্ত্বেও ব্যর্থ হওয়ার পর ভারতের উত্তরাখণ্ডে ধসে পড়া নির্মাণাধীন টানেলে আটকেপড়া শ্রমিকদের উদ্ধারে ডাকা হয়েছে সেনাবাহিনীকে। গত ১২ নভেম্বর পাঁচ কিলোমিটার দীর্ঘ টানেলটিতে আটকা পড়েন ৪১ জন শ্রমিক। ছবি: সংগৃহীত
-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আজ (২৬ নভেম্বর) রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেছেন।