আজকের আলোচিত ছবি: ২৪ নভেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আমরা গত ১৫ বছর অনেক ভালো কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। আশা করি আপনারা (জনগণ) আমাদের পাস করাবেন। আজ সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজারে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ছবি: জাগো নিউজ
-
গান-কবিতা আর স্মৃতিচারণ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশকে স্মরণ করা হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ৭১, কেন্দ্রীয় নারী কমিটির আয়োজনে এ স্মরণসভা করা হয়। ছবি: জাগো নিউজ
-
‘আমাদের দলীয় এবং জোটের সিদ্ধান্তে আমি রূপগঞ্জ থেকে এমপি পদে দলীয় প্রতীক সোনালী আঁশ পাট প্রতীকে নির্বাচন করবো।’ আজ বিকেলে এক নির্বাচনী সভায় এ তথ্য জানান অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। ছবি: জাগো নিউজ
-
প্রাণ-প্রকৃতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দিনব্যাপী প্রজাপতিমেলা। আজ বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে জীবন্ত প্রজাপতি অবমুক্ত করে মেলার উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক মো. নূরুল ইসলাম। ছবি: জাগো নিউজ
-
যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘের অধিভুক্ত একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আর তাতে নিহত হয়েছে অন্তত ৩০ জন। আজ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানায়। ছবি: সংগৃহীত