আজকের আলোচিত ছবি: ১৭ নভেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় তিনি এ মন্তব্য করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা ‘কারার ঐ লৌহ কপাট’ গানটিতে ভারতীয় সংগীত শিল্পী এ আর রহমান সুর বিকৃতি করেছেন বলে অভিযোগ এনেছেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। আজ জাতীয় প্রেসক্লাবে নজরুল চর্চা কেন্দ্র-বাঁশরী আয়োজিত আলোচনা ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ড. লীনা তাপসী খান। ছবি: নাহিদ সাব্বির
-
গণতন্ত্রের দোহাই দিয়ে আগুনসন্ত্রাস করে বাংলাদেশের অগ্রযাত্রাকে রুদ্ধ করা যাবে না বলে মন্তব্য করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত ‘উন্নয়ন ও গণতন্ত্র’ শীর্ষক সেমিনারে এ মন্তব্য করেন বক্তারা। ছবি: নাহিদ সাব্বির
-
আজ সারাদিন রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। ছবি: মাহবুব আলম
-
গাজাজুড়ে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। কারণ প্রধান টেলিকমিউনিকেশন সরবরাহকারীর জ্বালানি শেষ হয়ে গেছে। বন্ধ রয়েছে জেনারেটর। ছবি: সংগৃহীত