আজকের আলোচিত ছবি: ১৫ নভেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
শর্তহীন সংলাপে বসার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর চিঠির বিষয়ে দলীয়প্রধান শেখ হাসিনার সঙ্গে আলাপ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বেলা ১১টায় সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের একথা জানান। ছবি: সংগৃহীত
-
ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিলিস্তিনে নারী ও শিশু হত্যা এবং ইসরাইলি বাহিনীর অনুকরণে দেশে বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধনে বক্তৃতা দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সম্মিলিত সাংস্কৃতিক জোট এ মানববন্ধনের আয়োজন করে। ছবি: পিআইডি
-
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জগুলো মোকাবিলার অংশ হিসেবে বাংলাদেশের সম্ভাব্য ক্ষয়ক্ষতি হিসাব করে একটি তালিকা তৈরির কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন। আজ হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘দ্য রোড টু দুবাই: এক্সপার্ট কনসালটেশন অন থিমেটিক প্রোগ্রামস অব সিওপি-২৮’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: পিআইডি
-
নির্বাচন কমিশন (ইসি) অভিমুখে যাত্রা করা ইসলামী আন্দোলনের গণমিছিলে ব্যারিকেড দিয়েছে পুলিশ। আজ রাজধানীর শান্তিনগরে তাদের আটকে দেওয়া হয়। এসময় মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এতে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ। ছবি: সংগৃহীত
-
বিশ্বকাপের জমজমাট সেমিফাইনাল শুরু হয়েছে আজ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে স্বাগতিক ভারতের মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে ৯ ম্যাচের সবগুলো জিতে শীর্ষে থেকেই সেমিতে পা রেখেছে ভারত। অন্যদিকে ৫ ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে সেমিতে এসেছে নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত
-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে আজ সন্ধ্যা ৭টায়। তাই বিকেল ৫টার আগে এ বিষয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের অফিস কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ছবি: জাগো নিউজ