আজকের আলোচিত ছবি: ১৪ নভেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সারাদেশে ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্পের আওতায় ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপস্তর স্থাপন করেন সরকারপ্রধান। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২’ প্রদান অনুষ্ঠানে ২০২২ সালে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এ চিঠি তফসিল ঘোষণায় কোনো প্রভাব ফেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। আজ নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব একথা বলেন। ছবি: মফিজুল সাদিক
-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আওয়ামী লীগের জন্য অগ্নিপরীক্ষার নির্বাচন বলে মন্তব্য করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, চোখ-কান খোলা রাখতে হবে। আজ দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: সালাহ উদ্দীন
-
‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে দক্ষ জনবল গড়ে তোলার জন্য বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল সিকিউরিটি, চতুর্থ শিল্পবিপ্লব, বিগ ডাটা, ব্লকচেইন, রোবোটিকস ও ইন্টারনেট অব থিংস বিষয়গুলো বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে। আজ এ বিষয়ে গঠিত কমিটির প্রথম সভা ইউজিসিতে অনুষ্ঠিত হয়েছে। ছবি: জাগো নিউজ
-
ভারতের ধনকুবেরদের তালিকায় এবার নতুন নাম প্রদীপ রাঠোর। তার নামকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে বিভিন্ন মহলে। তিনি সেলো ওয়ার্ল্ডের চেয়ারম্যান। নানা ধরনের বাসনপত্র তৈরির জন্য পরিচিত নাম সেলো। তার ৪৪ শতাংশ শেয়ারের দাম এখন এক বিলিয়ন মার্কিন ডলার। ছবি: সংগৃহীত