আজকের আলোচিত ছবি: ১২ নভেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে এই দৈন্যে বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা ভোগে না। আমার কাছে ক্ষমতা বড় না, দেশের স্বার্থ বড়। আজ নরসিংদী জেলায় ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। ছবি: ইয়াসিন কবির জয়
-
সাহস থাকলে তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেলে নরসিংদীর মোসলেহ উদ্দিন স্টেডিয়ামে আয়োজিত জনসভায় যোগ দিয়ে সরকারপ্রধান এ আহ্বান জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণের পর থেকেই সবকিছু স্বচ্ছভাবে করে আসছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। আজ নির্বাচন ভবনের মিলনায়তনে অনলাইনে মনোনয়নপত্র জমা ও ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট’ সংক্রান্ত দুটি অ্যাপ উদ্বোধন করার সময় ইসি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে সাক্ষ্য দেন তিনি। ছবি: জাগো নিউজ
-
ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন একটি টানেল ধসে পড়েছে। ধ্বংসস্তুপের ভেতরে আটকা পড়েছে অন্তত ৪০ শ্রমিক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। তবে এখনো কোনো নিহতের খবর পাওয়া যায়নি। ছবি: সংগৃহীত