আজকের আলোচিত ছবি: ১১ নভেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ দুপুরে কক্সবাজারের রেলওয়ে স্টেশনে নিজের হাতে ট্রেনের টিকিট কাটেন প্রধানমন্ত্রী। এরপর সবুজ পতাকা নেড়ে এবং হুইসেল বাজিয়ে আনুষ্ঠানিকভাবে এই রুটে ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের লক্ষ্য হচ্ছে দেশের মানুষের উন্নয়ন। মানুষ আরও ভালোভাবে চলতে পারবে, থাকতে পারবে। আজ বিকেলে কক্সবাজারের মহেশখালীর টাউনশিপ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
মজুরি বাড়ানোর পরও পোশাকশ্রমিকরা যে আন্দোলন করছেন তাকে বিএনপির রাজনৈতিক স্টান্টবাজি বলে মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী ও গার্মেন্টস শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান। আজ জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ছবি: রায়হান আহদেম
-
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘সরকার চাইলেও নির্বাচন সুষ্ঠু করতে পারবে না।’ আজ দুপুরে বনানীর জাপা চেয়ারম্যানের কার্যালয়ে দলটিতে আইনজীবীদের যোগাদান অনুষ্ঠানে নির্বাচন নিয়ে এ মন্তব্য করেন জি এম কাদের। ছবি: জাগো নিউজ
-
ভারতের রাজস্থানে এক পুলিশের বিরুদ্ধে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনার খবর ছড়িয়ে পড়ার পরই স্থানীয় বাসিন্দারা থানা ঘেরাও করে বিক্ষোভ করছে। গ্রামবাসী অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে গণধোলাইও দিয়েছে। ঘটনাটি কেন্দ্র করে উত্তাল রাজস্থানের দাওসা জেলা। ছবি: সংগৃহীত