আজকের আলোচিত ছবি: ১০ নভেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবনে শীতার্ত মানুষের সহায়তার কম্বল ও শীতবস্ত্র প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব ব্যাংক সংগঠনের দেওয়া কম্বল গ্রহণ করে বক্তব্য রাখেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
নতুন শিক্ষা কারিকুলাম শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এক ধরনের প্রতারণা বলে মন্তব্য করেছেন লেখক ও গবেষক এবং শিক্ষা ও শিশু রক্ষা আন্দোলনের আহ্বায়ক রাখাল রাহা। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নতুন কারিকুলাম বাতিল ও পরীক্ষা পদ্ধতি চালুর দাবিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ছবি: নাহিদ সাব্বির
-
শ্রমিক হত্যার বিচার এবং নূন্যতম বেতন ২৫ হাজার টাকা করার দাবিতে মানববন্ধন করেছে ৩টি সংগঠন। আজ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এসব সংগঠনের নেতাকর্মীরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সামাজিক উৎসব আয়োজনের মাধ্যমে পরস্পরের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। আজ সকালে গুলশান সোসাইটি লেক পার্কে ঢাকা ফ্লো আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএনসিসি মেয়র। ছবি: জাগো নিউজ
-
রাজস্থানের ভারত-পাকিস্তান সীমান্তবর্তী ছোট্ট একটি গ্রাম ‘বাড়মার কা পার’। এ গ্রামের বাসিন্দা মাত্র ৩৫ জন ও তারা সবাই আবার একই পরিবারের সদস্য। আর তাদের জন্যই আলাদা একটি ভোটকেন্দ্র স্থাপন করবে ভারতের নির্বাচন কমিশন। এটি হতে যাচ্ছে ভারতের সবচেয়ে কম ভোটারবিশিষ্ট ভোটকেন্দ্রের একটি। ছবি: সংগৃহীত