আজকের আলোচিত ছবি: ৯ নভেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে সাংবিধানিক রীতি-নীতি ও বিধি-বিধান অনুসরণ করে কমিশনকে সাহসিকতা ও আন্তরিকতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। আজ দুপুরে বঙ্গভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে কমিশনের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহবান জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থবছরের ৬ষ্ঠ একনেক সভা অনুষ্ঠিত হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
বিএনপিকে উদ্দেশ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, অগ্নিসন্ত্রাস করে সরকার হটানো যাবে না। আপনারা নির্বাচনে আসুন। নির্বাচনের জন্য সরকার প্রস্তুত রয়েছে। আজ ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি ও স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ছবি: মাহবুব আলম
-
অবরোধের সমর্থনে পুরানা পল্টন মোড় থেকে মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। আজ বেলা ১২ টায় পুরানা পল্টন মোড় থেকে মিছিল বের করে নেতাকর্মীরা। পরে মিছিলটি নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। ছবি: জাগো নিউজ
-
অভিবাসী পাচার হচ্ছে সন্দেহে একটি গাড়িকে ধাওয়া করেছিল পুলিশ। কিন্তু ধরা না দিয়ে উল্টো পালানোর চেষ্টা করে গাড়িটি। এসময় বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তার। এতে দুই গাড়ির আট আরোহী প্রাণ হারিয়েছেন। আজ যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসে ঘটেছে এই দুর্ঘটনা। ছবি: সংগৃহীত