আজকের আলোচিত ছবি: ৮ নভেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওআইসি কর্তৃক জেদ্দায় অনুষ্ঠিত ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান শেষে আজ সকালে হযরত শাহজালাল (রহ.) আন্তজার্তিক বিমানবন্দরে এসে পৌঁছালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
আমদানির অনুমোদন পাওয়া পণ্যগুলো ভালোভাবে এলে কিছুটা সাশ্রয় হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ন্যাশনাল ট্যারিফ পলিসি মনিটরিং ও রিভিউ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
ভবিষ্যতে যেন আর কেউ দখল করতে না পারে সেভাবেই পর্যায়ক্রমে মেয়র হানিফ উড়াল সেতুর নিচের অংশে সৌন্দর্যবর্ধন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। আজ সকালে কর্মপরিকল্পনা অনুযায়ী সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে পরিদর্শনে গিয়ে মেয়র শেখ ফজলে নূর তাপস এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছে প্রাণ-আরএফএলসহ ৭৩টি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মধ্যে প্রাণ-আরএফএল-এর পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে। এসব পদকের ফলে সর্বোচ্চ রপ্তানিকারক হিসেবে টানা ২০ বার সেরা পুরস্কার অর্জন করলো প্রাণ-আরএফএল গ্রুপ। ছবি: মাহবুব আলম
-
মিশর সীমান্ত সংলগ্ন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফা। এটি তথাকথিত নিরাপদ একটি এলাকা। কিন্তু সেখানেই আবাসিক এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধ্বংসস্তূূপের মধ্যে খালি হাতেই স্বজনদের খুঁজছে সেখানকার মানুষ। ছবি: সংগৃহীত