আজকের আলোচিত ছবি: ৫ নভেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অবরোধের নামে দেশে নৈরাজ্যের হুকুমদাতাদের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়াদি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে রাজধানীর পল্টনে মিছিল করেছে গণঅধিকার পরিষদ। আজ বেলা সাড়ে ১১টায় পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করে দলটি। ছবি: জাগো নিউজ
-
দুইব্যাপী অবরোধের আজ ছিল প্রথম দিন। এ কারণে রাজধানীর অনেক সড়কেই যানবাহনের ব্যস্ততা কম দেখা গেছে। ছবি: জাগো নিউজ
-
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, অবরোধের নামে গুণ্ডামি-মাস্তানি চলবে না। ভাঙচুর চলবে না। আগুন সন্ত্রাস চলবে না। জনগণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হলে বিএনপির রাজনীতির কবর রচনা করা হবে। আজ দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে শান্তি সমাবেশে তিনি এ বক্তব্য দেন। ছবি: মো. নাসিম উদ্দিন
-
হামাসের হামলা রুখতে ব্যর্থ হওয়ার প্রতিবাদে ও গাজায় যুদ্ধবিরতির জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ করছেন ইসরায়েলিরা। এ সময় বিক্ষোভকারীরা হামাসের কাছে বন্দি ইসরায়েলিদের নিরাপদে ফিরিয়ে আনার দাবিও জানান। ছবি: সংগৃহীত