আজকের আলোচিত ছবি: ৪ নভেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
উদ্বোধন করা হয়েছে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ। আজ দুপুর ২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, বিএনপি এক ব্যক্তিকে প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা সাজিয়ে দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করেছিল। আজ সকাল ১০টায় নগরের আম্বরখানা এলাকায় একটি চেইনশপ উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। সকালে উপাচার্য কার্যালয়ে বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। ছবি: জাগো নিউজ
-
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধু তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও মুক্তিযুদ্ধের চেতনার আলোকে দেশের সংবিধান প্রণয়ন করেছিলেন। আজ রাজধানীর এক হোটেলে এক সেমিনারে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। ছবি: ফজলুল হক মৃধা
-
২০১৫ সালের পর শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে নেপালে। এতে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ১২৮ জনে দাঁড়িয়েছে। আজ রাত প্রায় ১২টার দিকে নেপালের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভারতের উত্তরাঞ্চেলের রাজ্যগুলোতেও এ ভূমিকম্প অনুভূত হয়। ছবি: সংগৃহীত