আজকের আলোচিত ছবি: ২ নভেম্বর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
সমাবেশের নামে বিএনপির সাংবাদিক নির্যাতন ও পুলিশ হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এগুলো আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ সকালে জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
বাস্তবে জাতিসংঘের কোনো কার্যকারিতা নেই বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ছবি: সাইদ শিপন
-
বিরোধীদলীয় নেতা থাকা অবস্থায়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন সন্ধানীর পাশে ছিলেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের অডিটোরিয়ামে সন্ধানী আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
চলমান রাজনৈতিক সংকট নিরসনে চলতি সংসদ ভেঙে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে শুক্রবার (৩ নভেম্বর) সর্বকালের সর্ববৃহৎ মহাসমাবেশ করার কথা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ছবি: সাইফুল হক মিঠু
-
ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংঘাতের সহজ সমাধান দিয়েছেন প্রধান ক্যাথলিক ধর্মযাজক পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাতের ইতি টানতে একমাত্র দ্বি-রাষ্ট্রীয় সমাধানই হতে পারে বুদ্ধিমানের কাজ। ছবি: সংগৃহীত