আজকের আলোচিত ছবি: ৩০ অক্টোবর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন।নারায়ণগঞ্জের রূপগঞ্জ বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
সারাদেশে নৈরাজ্য ছড়িয়ে দিতে বিএনপি তিনদিনের অবরোধ ডেকেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সংবাদপত্রে বঙ্গবন্ধু সপ্তম খণ্ড' বইয়ের মোড়ক উন্মোচন শেষে তিনি এ মন্তব্য করেন। ছবি: সাইদ শিপন
-
সংলাপের মাধ্যমেই দেশে চলমান রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে বলে মনে করছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রাজ্জাক। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছবি: মাসুদ রানা
-
রাজশাহীতে চিকিৎসককে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে দেবীনগর স্টুডেন্টস কমিউনিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। ছবি: সাখাওয়াত হোসেন
-
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, সাংবাদিকদের মানোন্নয়নে কাজ করছে প্রেস কাউন্সিল। আজ কুড়িগ্রামে ‘হলুদ ও অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় এ কথা বলেন তিনি। ছবি: সাখাওয়াত হোসেন
-
ভারতের মহারাষ্ট্রে এক বিধায়কের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে মারাঠা কোটা ইস্যুতে আন্দোলনকারীরা। আজ রাজ্যের বিড জেলায় বিধায়ক প্রকাশ সোলাঙ্কির বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত