আজকের আলোচিত ছবি: ২৯ অক্টোবর ২০২৩
অ্যালবাম বর্ণনা: দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বাঙালি স্বাধীকার আন্দোলনের অগ্রনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টর অব লজ’ দেওয়া হয়েছে। আজ ডিগ্রি গ্রহণের রেজিস্ট্রারে বঙ্গবন্ধুর পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়ানিক কবির জয়
-
আজ বিএনপি-জামাতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সকালের দিকে রাজধানীর একটি সড়কের একটি চিত্র। ছবি: জাগো নিউজ
-
বিএনপি জালিয়াতির আশ্রয় নিয়েছে মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গতকাল তারা একজন ব্যক্তিকে ধরে এনে জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে তাকে দিয়ে সেখানে সংবাদ সম্মেলন করিয়েছে। বিভিন্ন সূত্র বলছে সেই ব্যক্তি ইসরায়েলের একজন এজেন্ট। আজ সচিবালয়ে তার কার্যালয়ে আয়েজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ছবি: ইসমাইল রাসেল
-
‘নতুন প্রজন্ম হরতাল কী সেটাই জানে না। জনগণ হরতালকে আজ জাদুঘরে পাঠিয়ে দিয়েছে।’ আজ দুপুর ১২টায় পুরান ঢাকার নর্থ-সাউথ রোডে এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। ছবি: জাগো নিউজ
-
এক দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল শনিবার অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে হামলার প্রতিবাদে ডাকা হরতালের সমর্থনে পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ পুরান ঢাকার পাটুয়াটুলী থেকে ইসলামপুরে এ বিক্ষোভ মিছিল করেন। ৫ মিনিটেই তাদের এ ঝটিকা মিছিল শেষ হয়। ছবি: জাগো নিউজ
-
মিশরের কায়রো-আলেকজা মহাসড়কের ওয়াদি আল-নাতরুন এলাকায় বাস ও বেশ কয়েকটি গাড়ির ভয়াবহ সংঘর্ষে সরকারি তথ্য অনুযায়ী ৩৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত। ছবি: সংগৃহীত