আজকের আলোচিত ছবি: ২৮ অক্টোবর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
চট্টগ্রামে বহুল প্রত্যাশিত মাল্টিলেন আন্ডারওয়াটার এক্সপ্রেসওয়ে বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা ১১টা ৪০ মিনিটে পতেঙ্গায় কর্ণফুলী নদীর পশ্চিম তীরে একটি ফলক উন্মোচনের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিআইডি
-
আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে আজ দলে দলে মিছিল নিয়ে যুক্ত হন হাজার হাজার নেতাকর্মী। রাজধানীসহ এর আশপাশের এলাকা থেকে একে একে মিছিল নিয়ে আসেন আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে-মিছিলে মুখরিত হয় পুরো এলাকা। ছবি: জাগো নিউজ
-
সরকার পতনের একদফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ শুরু করে দলটি। আজ দুপুর ১২টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এ মহাসমাবেশ শুরু হয়। ২৯ অক্টোবর সারাদেশে হরতাল পালনের ঘোষণা দিয়ে শেষ হয় বিএনপির সমাবেশ। ছবি: জাগো নিউজ
-
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত কেন্দ্রীয় আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ আরামবাগে সমাবেশে তিনি এ কথা বলেন। ছবি: সংগৃহীত
-
বাংলাদেশ ক্রিকেট দল যে ক’টি ম্যাচে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছিলো, তার মধ্যে নেদারল্যান্ডস ম্যাচ একটি। আজ ম্যাচে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসের সঙ্গে টস করতে নেমে হারতে হলো বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে। টস জিতেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস।