আজকের আলোচিত ছবি: ২৭ অক্টোবর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরামে-২০২৩’ যোগদান শেষে আজ সকালে দেশে আসনে। এ সময় বিমানবন্দরে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
নিষেধ সত্ত্বেও রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। সরকারের পদত্যাগের দাবিতে ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জটলা করে বিশৃঙ্খলা করা যাবে না মর্মে নেতাকর্মীদের সেখানে ভিড় জমাতে নিষেধ করা হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
গোয়েন্দা নজরদারির জন্য বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও পল্টনের আশপাশে ৬০টির বেশি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সিসি ক্যামেরা বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল শনিবার সমাবেশের দিন ড্রোন উড়াবে পুলিশ। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে পল্টন ও এর আশপাশ এলাকায় সিসি ক্যামেরা বসায় ডিএমপি। ছবি: জাগো নিউজ
-
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের দাবিতে আগামীকাল শনিবার নয়াপল্টনে মহাসমাবেশ করবে বিএনপি। এই মহাসমাবেশের সমর্থনে নয়াপল্টনে মিছিল করছেন রিকশাচালকরা। ছবি: জাগো নিউজ
-
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনেক ভালো জানতেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। কিন্তু জনগণকে বিভ্রান্ত করতে তিনি অনেক কথা বলেন। আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ছবি: আবুল হাসনাত মো. রাফি
-
যুদ্ধবিরতি ছাড়া ইসরায়েল থেকে জিম্মি করে নিয়ে আসা ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস। রাশিয়া সফররত সংগঠনটির শীর্ষ নেতা আবু হামিদ রুশ গণমাধ্যম কমেরসান্তকে এ তথ্য জানিয়েছেন। ছবি: সংগৃহীত