আজকের আলোচিত ছবি: ২৬ অক্টোবর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বেলজিয়ামে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেল আজ ব্রাসেলসে প্রধানমন্ত্রীর আবাসস্থলে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা চালকের গাফিলতি নাকি নাশকতার মতো অন্য কোনো বিষয় রয়েছে খতিয়ে দেখা হবে। আজ রেল ভবনের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী শনিবার আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি আদায়ে সারাদেশ থেকে গণমানুষের ঢাকামুখী প্রবল তরঙ্গ, স্রোত ধেয়ে আসছে। আজ দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ছবি: খালিদ হোসেন
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন আগামী ২৯ অক্টোবর বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বিশেষ সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি দেওয়া হবে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। ছবি: জাগো নিউজ
-
চীনে চলছে ১৩৪তম আমদানি-রপ্তানি মেলার দ্বিতীয় পর্ব। এটি ‘ক্যান্টন ফেয়ার’ নামেও পরিচিত। মেলায় বিপুল সংখ্যক বিদেশি ক্রেতা নিবন্ধন করেছে। অর্থাৎ চীনের রপ্তানিকারকদের সঙ্গে অংশীদারত্ব বাড়াতে আগ্রহ বেড়েছে বিভিন্ন দেশের ব্যবসায়ীদের। ছবি: সংগৃহীত