আজকের আলোচিত ছবি: ২৫ অক্টোবর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন হাসপাতাল থেকে আজ তার আবাসস্থলে ফিরেছেন। তিনি সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার সঙ্গে স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং সংশ্লিষ্ট সচিবরা রয়েছেন। ছবি: পিআইডি
-
আজ বেলজিয়ামের ব্রাসেলসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউরোপীয় কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ট্রেড কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিস দ্বিপাক্ষিক বৈঠক করেন। ছবি: পিআইডি
-
সাবেক যোগাযোগমন্ত্রী ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ২৪ অক্টোবর দিনগত রাত ২টা ৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ছবি: সংগৃহীত
-
গত ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। সেটি হয়েছিল বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। তবে আজ অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল সেই রেকর্ড ভেঙে দিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করে। ছবি: সংগৃহীত
-
আগামী ২৮ অক্টোবর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই বিএনপির মহাসমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: জাগো নিউজ