আজকের আলোচিত ছবি: ২১ অক্টোবর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ বার কাউন্সিল ভবন উদ্বোধন ও আইনজীবীদের মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আমেরিকা এমন ভাব করছে, তারাই যেন গণতন্ত্রের ধারক-বাহক। আজ জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্রী পার্টি আয়োজিতা এক সেমিনারে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
পরিবারে প্রতিবন্ধী শিশু জন্ম নিলে মাকে দোষারোপ করা হতো। বাড়িতে আত্মীয়-স্বজন এলে তাদের অন্য ঘরে লুকিয়ে রাখা হতো। আজ নাটোরের সিংড়া কোর্ট মাঠে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেছেন। ছবি: রেজাউল করিম রেজা
-
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে, এই আন্দোলনে আমাদের বিজয়ী হতেই হবে। আজ বিকেলে ময়মনসিংহ বিএনপি কার্যালয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ময়মনসিংহ বিভাগীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ছবি: মঞ্জুরুল ইসলাম
-
পাকিস্তানের আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ চলতি সপ্তাহের শেষে স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফিরছেন। ছবি: সংগৃহীত