আজকের আলোচিত ছবি: ১৮ অক্টোবর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন আজ। এ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত জাতির পিতাসহ সব শহীদদের স্মরণ করে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘শেখ রাসেল দিবস ২০২৩’ উদযাপন ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
নিরাপদে ও স্বেচ্ছায় টেকসই প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। থাইল্যান্ডের ব্যাংককে স্থানীয় সময় আজ জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার আয়োজিত রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এ কথা জানান। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির জনসমাবেশ হয়েছে। দুপুর ২টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এ সমাবেশ শুরু হয়। এতে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: খালিদ হোসেন
-
শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আজ সিলেটের ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ে বিশেষ আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান চিকিৎসক ও ‘সম্প্রীতি বাংলাদেশ’র সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব স্বনীল। ছবি: সংগৃহীত
-
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন তুলির শেষ আঁচড় দেওয়া হচ্ছে। ছবিটি পুরান ঢাকার শাঁখারীবাজার থেকে তোলা হয়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
চীন-রাশিয়া সম্পর্ক আরও জোরদারের আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ সকালে এক বৈঠকে মিলিত হয়ে চীনা প্রেসিডেন্ট এই আহ্বান জানান। ছবি: সংগৃহীত