আজকের আলোচিত ছবি: ১৬ অক্টোবর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমাদের দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এ বছর বিদেশ থেকে চাল আমদানি করতে হয়নি। আজ ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল গুলোর নির্বাচনী ইশতেহারে উপকূলীয় মানুষের উন্নয়নে উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন করাসহ ৬ দফা দাবি জানিয়েছেন উপকূলের সাধারণ মানুষ ও সুশীল সমাজ। আজ জাতীয় প্রেস ক্লাবে রাজনৈতিক দলের ইশতেহারে উপকূলীয় মানুষের উন্নয়নে সুনির্দিষ্ট অঙ্গীকার সংযুক্ত করার দাবিতে এ দাবিগুলো তুলে ধরে বেসরকারি সংস্থা লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল। ছবি: নাহিদ সাব্বির
-
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বলেছেন, এই সরকারের সামনে বিপদ আসন্ন এবং ধ্বংস অনিবার্য, কিছুতেই শেষ রক্ষা হবে না। আজ রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে রাজধানীর বিভিন্ন মার্কেটে কেনাকাটার শুরু হয়েছে। ছবিটি পল্টন সিটি হাট মার্কেট থেকে তোলা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ইসরায়েলের কেন্দ্রীয় শহর তেল আবিবে রকেট হামলা চালানোর দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস। আজ স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলা চালানো হয়েছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি। ছবি: সংগৃহীত