আজকের আলোচিত ছবি: ১৫ অক্টোবর ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নির্বাচনকালীন সরকার ছোট করার বিষয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ছবি: মাসুদ রানা
-
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, স্বাস্থ্যবিষয় নিয়েও বিএনপি অনেক বিভ্রান্তি ছড়িয়েছে। করোনার টিকা নিয়েও তারা অনেক বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। আজ জেলা পরিষদ মিলনায়তনে এইচপিভি টিকার ক্যাম্পেইন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
তফসিল ঘোষণার পর কাউকে আগের মামলায় গ্রেফতার করলে নির্বাচন কমিশন (ইসি) হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ছবি: মোফিজুল সাদিক
-
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবির) সাধারণ শিক্ষার্থীরা। আজ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের পর একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। ছবি: রায়হান আহমেদ
-
গাজা উপত্যকার সীমান্তে শত শত ট্যাংক মোতায়েন করেছে ইসরায়েলি বাহিনী। জানা গেছে, গাজায় স্থল হামলা শুরুর প্রস্তুতি হিসেবেই ট্যাংকগুলো মোতায়েন করা হয়েছে। শিগগিরই এ হামলা শুরু হবে বলে জানিয়েছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী। ছবি: সংগৃহীত